দুটি A ও B-এর সম্পর্কিত মানগুলি
A253045250
B101218100
A ও B-এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি।


এখানে দেখা যাচ্ছে যে A এর মান বাড়লে বা কমলে B এর মান বাড়ছে বা কমছে ।

আবার \(\frac{A}{B}=\cfrac{25}{10}=\cfrac{32}{12}=\cfrac{45}{18}=\cfrac{250}{100}=\cfrac{5}{2}\)

∴A \(=\cfrac{5}{2}\) B
তাই A ও B সরলভেদে আছে অর্থাৎ A\(∝\) B এবং ভেদ ধ্রুবকের মান \(\cfrac{5}{2}\)


Similar Questions