1. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের\(\frac{2}{5}\) অংশ হবে তা নির্ণয় করি।
2. বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ x টাকা হলে,আসলের পরিমাণ
(a) 2x টাকা (b) 4x টাকা (c) 10x টাকা (d) 20x টাকা
3. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
4. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদে আসলে হলো \(\left(2p+\cfrac{prt}{100}\right)\) টাকা । Madhyamik 2020
5. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
6. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
7. অমলবাবু তাঁর 13 বছর ও 15 বছরের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করে যান যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরলসুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ টাকার পরিমাণ কি হবে?
8. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
9. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
10. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ______।
11. জয়ন্তবাবু একটি মাসিক প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দেন। বার্ষিক সরল সুদের হার 5% হলে বছরের শেষে জয়ন্তবাবু সুদে-আসলে কত টাকা পাবেন?
12. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
13. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\)অংশ হবে।
14. কোনো মূলধনে একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
15. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে তাহা নির্ণয় করো। Madhyamik 2023
16. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
17. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\frac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করি ।
18. ফতিমাবিবি একটি মাসিক সঞ্জয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন হিসাব করি।
19. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
20. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ-আসল নির্ণয় করি ।
21. বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ \(\cfrac{x}{10}\) টাকা হলে আসল হবে
22. বার্ষিক 6% সরল সুদের হারে 5 বছরের সুদের পরিমান 75 টাকা হলে আসলের পরিমান-
(a) 200 টাকা (b) 250 টাকা (c) 300 টাকা (d) 325 টাকা
23. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
24. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়।
25. রেখাদিদি অবসর নেবার সময় 100000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে রেখে প্রতিবছর সুদ বাবদ 5400 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন?
26. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরের সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ _____ টাকা হবে । Madhyamik 2018
27. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019
28. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
29. বিমলকাকু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
30. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। Madhyamik 2022