তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি।


তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে 2 টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে ।

উদাহরনস্বরূপ a,b,c তিনটি ক্রমিক সমানুপাতী হলে তা দিয়ে a:b∷b:c এবং c:b∷b:a এই দুটিই সমানুপাত গঠন করা যাবে ।

Similar Questions