একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে, \(\frac{1}{h^2} +\frac{1}{r^2}\) -এর মান কত তা লিখি।
Loading content...

শঙ্কুটির তির্যক উচ্চতা \((l)=\sqrt{h^2+r^2}\)

শর্তানুসারে,\(\cfrac{1}{3} πr^2 h=πrl \)
বা, \(\cfrac{1}{3} rh=l \)
বা, \(l=\cfrac{1}{3} rh \)
বা, \(\sqrt{h^2+r^2}=\cfrac{1}{3} rh \)
বা, \(h^2+r^2=\cfrac{1}{9} r^2 h^2 \)
বা, \(\cfrac{h^2+r^2}{r^2 h^2}=\cfrac{1}{9} \)
বা, \(\cfrac{h^2}{r^2 h^2}+\cfrac{r^2}{r^2 h^2}=\cfrac{1}{9} \)
বা, \(\cfrac{1}{r^2} +\cfrac{1}{h^2} =\cfrac{1}{9} \)

∴ \(\cfrac{1}{h^2} +\cfrac{1}{r^2} =\cfrac{1}{9}\) (Answer)

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions