সমাধান করি: \(x^2-(√3+2)x+2√3=0\)
\(x^2-(√3+2)x+2√3=0\)
বা, \(x^2-√3 x-2x+2√3=0 \)
বা, \(x(x-√3)-2(x-√3)=0 \)
বা, \((x-√3)(x-2)=0 \)
অর্থাৎ,হয় \((x-√3)=0∴x=√3 \)
নয়, \((x-2)=0∴x=2 \)
\(∴x=√3\) ও \(x=2\) হল \(x^2-(√3+2)x+2√3=0\) দ্বিঘাত সমীকরনের সমাধান ।