যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি ।


আসল \((p)=292\) টাকা
সময় \((t)=1\) দিন \(=\cfrac{1}{365}\) বছর
সুদের পরিমান \((I)=5\) পয়সা \(=\cfrac{5}{100}\) টাকা \(=\cfrac{1}{20}\) টাকা

∴সুদের হার \((r)=\cfrac{100×I}{pt}\%\)
\(=\cfrac{\cancel{100}×\cfrac{5}{\cancel{100}}}{292×\cfrac{1}{365}}\%=\cfrac{5×365}{292}\%=\cfrac{25}{4}\%\)
\(=6 \cfrac{1}{4}\%\)

∴বার্ষিক শতকরা সুদের হার \(6 \cfrac{1}{4}\) টাকা ।

Similar Questions