একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত ?
Madhyamik 2020
একটি ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কন্দ্রে 360\(^o\) বা \(2\pi\) রেডিয়ান কোণ উৎপন্ন করে ।
\(\therefore\) 1 ঘণ্টায় কেন্দ্রে উৎপন্ন করা কোণের পরিমান = \(\cfrac{2\pi}{12}=\cfrac{\pi}{6}\) রেডিয়ান ।
যেহেতু কাঁটাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই কোণটির মান হবে \(-\cfrac{\pi}{6}\) রেডিয়ান ।