উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।
উৎপলবাবু ধার নেওয়ায় সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে
আসল \((p)=3200\) টাকা
সুদের হার \((r)=6\%\)
মোট সময় \((t)=2\) বছর
∴মোট সুদের পরিমান \((I)=\cfrac{prt}{100}\) টাকা
\(=\cfrac{3200×6×2}{100} \) টাকা \(=384\) টাকা
\(∴2 \) বছর পরে উৎপলবাবুকে শোধ করতে হবে
\(=(3200+384) \) টাকা \(=3584 \) টাকা