একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মি, 4 মি ও 3 মি হলে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দন্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি।


ঘরের মধ্যে রাখা রডের সর্বাধিক দৈর্ঘ্য= ঘরটির কর্ণ
\(=\sqrt{5^2+4^2+3^2}\) মিটার
\(=\sqrt{25+16+9}\) মিটার
\(=\sqrt{50}\) মিটার
\(=5\sqrt2\) মিটার

\(\therefore\) ওই ঘরে সবচেয়ে লম্বা যে দন্ড রাখা যাবে তার দৈর্ঘ্য \(=5\sqrt2\) মিটার

Similar Questions