1. একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘণ্টায় আবর্তন করে-
(a) \(-\cfrac{\pi}{4}\) রেডিয়ান (b) \(-\cfrac{\pi}{2}\) রেডিয়ান (c) \(-\pi\) রেডিয়ান (d) \(-2\pi\) রেডিয়ান
2. একটি ঘড়ির ঘণ্টার কাটার প্রান্তবিন্দু 1 ঘণ্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি।
3. একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু । ঘণ্টায় কত রেডিয়ান কোণ আবর্তন করে?
4. 1 ঘণ্টায় একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তভাগ যে পরিমাণ কোণে ঘােরে তার বৃত্তীয় মান কত?
(a) \(2\pi\) রেডিয়ান (b) \(\cfrac{\pi}{2}\) রেডিয়ান (c) \(\pi\) রেডিয়ান (d) \(4\pi\) রেডিয়ান
5. একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত ? Madhyamik 2020
6. একটি ঘূর্ণায়মান রশ্মি কোনাে একটি অবস্থান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে দুই পাক সম্পূর্ণ ঘােরার পর আরও 30° কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির যষ্টিক ও বৃত্তীয় মান কত ? Madhyamik 2016
7. একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দু-বার পূর্ণ আবর্তনের জন্য 720° কোণ উৎপন্ন হয়।