সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার \(1\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%?


সমূল চক্রবৃদ্ধি হবে \(10000\left(1+\cfrac{\cfrac{10}{2}}{100}\right)\left(1+\cfrac{\cfrac{20}{2}}{100}\right)\left(1+\cfrac{\cfrac{40}{2}}{100}\right)\) টাকা ।
\(=10000\left(1+\cfrac{105}{100}\right)\left(1+\cfrac{10}{100}\right)\left(1+\cfrac{20}{100}\right)\) টাকা ।
\(=1\cancel{00}\cancel{00}\times\cfrac{105}{1\cancel{00}}\times \cfrac{11\cancel{0}}{1\cancel{00}}\times\cfrac{12\cancel{0}}{1\cancel{0}\cancel{0}}\) টাকা ।
\(=105\times 11\times12\) টাকা ।
\(=13860\) টাকা । (Answer)

Similar Questions