যদি 14 সেমি. ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করবে, হিসাব করে লিখি । [1 লিটার=1 ঘন ডেসিমি.]
পাম্পসেটটির পাইপের ব্যাসার্ধ \((r)=\cfrac{14}{2}\) সেমি \(=7\) সেমি \(=0.7\) ডেসিমি
পাইপটি মিনিটে জলসেচ করে \((h)=2500\) মিটার \(=25000\) ডেসিমি
∴পাইপটি \(1\) ঘন্টায় জলসেচ করে
\(=πr^2 h×60 \) ঘন ডেসিমি
\(=\cfrac{22}{7}×(0.7)^2×25000×60\) ঘন ডেসিমি
\(=\cfrac{22}{7}×\cfrac{7×7}{10×10}×25000×60\) ঘন ডেসিমি
\(=2310000\) ঘন ডেসিমি \(=2310000\) লিটার
\(=2310\) কিলোলিটার
∴পাইপটি \(1\) ঘন্টায় \(2310\) কিলোলিটার জলসেচ করবে।