\(x\) ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ \(x\)-এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ \(x^2\)-এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি।
ধরি,কূপ খনন করার জন্য মোট খরচ হয় \(y\) টাকা। মোট
ব্যায়ের \(p\) অংশ \(x\) এর সাথে সরলভেদে এবং \(q\) অংশ \(x^2\)
এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় ।
\( ∴y=p+q \)
এবং \(p∝x∴p=kx \) [\(k\) অশূন্য ভেদ ধ্রুবক]
\(q∝x^2∴q=tx^2\) [\(t\) অশূন্য ভেদ ধ্রুবক]
\(∴y=kx+tx^2 -----(i)\)
\((i)\) নং সমীকরনে \(x=100\) এবং \(y=5000\) বসিয়ে পাই
\(5000=100k+10000t \)
বা, \(k+100t=50---(ii) \)
\((i) \) নং সমীকরনে \( x=200\) এবং \(y=12000\) বসিয়ে পাই
\(12000=200k+40000t \)
বা, \(k+200t=60---(iii)\)
\((iii)\) নং সমীকরন থেকে \((ii)\) নং সমীকরন বিয়োগ করে পাই
\((k+200t)-(k+100t)=60-50 \)
বা, \(100t=10 \)
বা, \(t=\cfrac{1}{10}\)
\((ii)\) নং সমীকরনে \(t=\cfrac{1}{10}\) বসিয়ে পাই
\( k+100×\cfrac{1}{10}=50\)
বা, \(k=50-10\)
বা, \(k=40\)
\((i)\) নং সমীকরনে \(t=\cfrac{1}{10}\) এবং \(k=40\) বসিয়ে পাই
\(y=40x+\cfrac{x^2}{10}---(iv) \)
এখন \(x=250\) ডেসিমি হলে \((iv)\) নং সমীকরন থেকে পাই
\(y=40×250+\cfrac{250^2}{10}=10000+\cfrac{62500}{10}\)
\(=10000+6250=16250\)
\(∴250\) ডেসিমি গভীর কূপ খনন করতে \(16250\) টাকা
খরচ পড়বে ।