x, y-এর সঙ্গে সরলভেদে এবং z-এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y=4, z=5 হলে x=3 হয়। আবার y=16, z=30 হলে, x-এর মান হিসাব করে লিখি।
\(x∝y\),যখন \(z\) ধ্রুবক
\(x∝\cfrac{1}{z}\),যখন \(y\) ধ্রুবক
\(∴x∝\cfrac{y}{z}\),যখন \(y\) এবং \(z\) উভয়েই পরিবর্তনশীল ।
সুতরাং, \(x=\cfrac{k.y}{z}\) [যেখানে \(k\) অশূন্য ভেদ ধ্রুবক] \(..(i)\)
প্রদত্ত, \(y=4,z=5\) এবং \(x=3\)
সুতরাং, \((i)\) নং সমীকরন থেকে পাই, \(3=\cfrac{k.4}{5}\)
বা, \(k=\cfrac{15}{4}\)
সুতরাং \((i)\) নং সমীকরনে \(k\) এর মান বসিয়ে পাই,
\(x=\cfrac{15y}{4z}……..(ii)\)
যখন \(y=16,z=30\) তখন \((ii)\) নং সমীকরন
থেকে পাই
\(x=\cfrac{15×16}{4×30}\)
\( ∴x=2\) (Answer)