একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুন হলে, ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুন হবে।
বিবৃতিটি সত্য
ধরি,আগে ঘনকের ধারের দৈর্ঘ্য ছিল \(x\) এককএবং
এখন \(2x\) একক
আগে আয়তন ছিল \(=x^3\) ঘন একক এবং
এখন আয়তন\( =(2x)^3=8x^3\) ঘন একক
∴ধারের দৈর্ঘ্য দ্বিগুন হলে আয়তন \(8\) গুন হবে ।