তিনবন্ধু যথাক্রমে 8000 টাকা, 10000 টাকা ও 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যাবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি।
তিনবন্ধুর মূলধনের অনুপাত=8000:10000:12000
=4:5:6
=\(\frac{4}{15}:\frac{5}{15}:\frac{6}{15}\) [∵4+5+6=15]
এখন ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ করার
পর অবশিষ্ট টাকার পরিমান
=(13400-5000)টাকা
=8400 টাকা ।
ব্যাংকের টাকা শোধ দেওয়ার পর অবশিষ্ট টাকার থেকে
প্রথম বন্ধু পাবে 8400 টাকার \(\frac{4}{15}\) অংশ=2240 টাকা ।
দ্বিতীয় বন্ধু পাবে,8400 টাকার \(\frac{5}{15}\) অংশ=2800 টাকা ।
এবং তৃতীয় বন্ধু পাবে,8400 টাকার \(\frac{6}{15}\) অংশ=3360 টাকা ।
∴তিন বন্ধু যথাক্রমে 2240 টাকা,2800 টাকা এবং
3360 টাকা পাবে ।