একটি ‘O' কেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেমি. দূরত্বে অবস্থিত P বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি. হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কতো ? Madhyamik 2022


ধরি, P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক PT

PT=10 সেমি, OP=26 সেমি
সমকোণী ত্রিভূজ \(\triangle\)PTO এর
OT\(^2\)=OP\(^2\)-PT\(^2\)
বা, OT\(^2\)=26\(^2\)-10\(^2\)=676-100=576
বা, OT=\(\sqrt{576}\)=24

\(\therefore\) বৃত্তের ব্যাসার্ধ (OT)=24 সেমি ।

Similar Questions