দুটি সংখ্যার সমষ্টি ওদের অন্তরের তিনগুন হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো । Madhyamik 2010
Loading content...

ধরি বড় সংখ্যাটি \(x\) এবং ছোট সংখ্যাটি \(y\)

\(\therefore\) প্রশ্নানুসারে, \((x+y)=3(x-y)\)
বা, \(x+y=3x-3y\)
বা, \(x-3x=-3y-y\)
বা, \(-2x=-4y\)
বা, \(\cfrac{x}{y}=\cfrac{-4}{-2}=\cfrac{2}{1}\)

\(\therefore x:y=2:1\)

Similar Questions