1. শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, শুভেন্দুর ক্ষতি হয়
(a) 45 টাকা (b) 30 টাকা (c) 25 টাকা (d) 40 টাকা
2. শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। শুভেন্দুর ক্ষতি হয় –
3. রাম ও শ্যাম যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, রামের ক্ষতি 45 টাকা হয়।
4. পল্লবী ও রাজিয়া যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে পল্লবীর ক্ষতি 45 টাকা।
5. বছরের প্রথমে অরুণ ও আসরফ যথাক্রমে 24000 টাকা ও 30000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। কয়েকমাস পরে অরুণ আরও 12000 টাকা ঐ ব্যবসায় মূলধন দেয়। বছর শেষে ওই ব্যবসায় 14300 টাকা লাভ হয় এবং অরুণ 7130 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যয়সায় টাকা দিয়েছিল তা নির্ণয় করো।
6. জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি।
7. ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে: Madhyamik 2022
(a) 1000 টাকা (b) 2000 টাকা (c) 3000 টাকা (d) 4000 টাকা
8. A ও B যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পরে A আরো 4000 টাকা দিল। কিন্তু 6 মাস পরে A 1000 টাকা তুলে নিল। বছরের শেষে 6175 টাক লাভ হলে, লাভের টাকা কে কত পাবে?
9. বছরের প্রথমে A ও B যথাক্রমে 6000 টাকা ও 5000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। কয়েক মাস পর C 6000 টাকা মূলধন দিয়ে ওই ব্যবসায় যােগ দেয়। বছরের শেষে মােট 15,000 টাকা লাভ হয় এবং C 4000 টাকা লভ্যাংশ পায়। কত মাস পর C ব্যবসায় যােগ দিয়েছিল?
10. ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে
11. জয়ন্ত, অজিত এবং কুনাল মােট 15000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যাবসায় নিয়ােজিত করেছিল ?
(a) 5000 টাকা (b) 7000 টাকা (c) 4000 টাকা (d) কোনােটিই নয়
12. এথমে অরুণ ও অজয় যথাক্রমে 24.000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। কিন্তু কয়েকমাস পরে অরুণ আরও 12,000 টাকা ঐ ব্যবসায় মূলধন দেন। বছর শেষে ওই ব্যবসায় 14.030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন?
13. অশোক ও মহিম 1800 টাকা ও 1200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বছর পর ব্যবসা 150 টাকা ক্ষতি হলে মহিমের ক্ষতি হবে ______________টাকা।
14. একটি যৌথ ব্যবসায় A, B ও C যথাক্রমে 3000 টাকা, 4000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। ব্যবসায় B এর লাভ 275 টাকা হলে, ব্যবসায় মােট লাভ-
(a) 550 টাকা (b) 500 টাকা (c) 750 টাকা (d) 825 টাকা
15. A ও B একটি ব্যবসায়, বছরের শুরুতে যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা বিনিয়ােগ করে। 5 মাস পর A আরও 4000 টাকা দেয়। যদি বাৎসরিক লাভ 27,716 টাকা হয়, তাহলে প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করাে।
16. নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30000 টাকা ও 50000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40000 টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়ােজনে 10000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবে?