শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, শুভেন্দুর ক্ষতি হয় (a) 45 টাকা (b) 30 টাকা (c) 25 টাকা (d) 40 টাকা

Answer: A
শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত \(=1500:1000\)
\(=3:2\)
\(= \cfrac{3}{5}:\cfrac{2}{5}\) [\(∵3+2=5\)]

\(∴75\) টাকা ক্ষতির মধ্যে শুভেন্দুর ক্ষতি \(= \cfrac{3}{5}×75 \) টাকা \(=45\) টাকা ।

Similar Questions