\(6a^3b \) এবং \(24ab^3\) -এর মধ্যসমানুপাতী নির্ণয় করাে। Madhyamik 2016


ধরি, \(6a^3b \) এবং \(24ab^3\) -এর মধ্যসমানুপাতী \(p\)
\(\therefore \cfrac{6a^3b}{p}=\cfrac{p}{24ab^3}\)
বা, \(p^2=6a^3b\times 24ab^3\)
বা, \(p^2=144a^4b^4\)
বা, \(p=\sqrt{144a^4b^4}=12a^2b^2\)

\(\therefore 6a^3b \) এবং \(24ab^3\) -এর মধ্যসমানুপাতীটি হল \(12a^2b^2\)

Similar Questions