দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4,6,4 একক এবং 8,(2h-1),2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, তাহলে h-এর মান কত তা লিখি।
∵আয়তঘন দুটির ঘনফল সমান তাই,
\(4×6×4=8×(2h-1)×2 \)
বা, \(2h-1=\cfrac{4×6×4}{8×2} \)
বা, \(2h=6+1 \)
বা, \(h=\cfrac{7}{2}=3.5\)
\(∴h\) এর মান হবে \( 3.5\) (Answer)