প্রমান করি, কোনো বৃত্তের দুটি পরস্পরছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করতে পারে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয় ।
ধরি,O কেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা,যার মধ্যবিন্দু P
এবং P বিন্দুগামী অপর একটি জ্যা CD;
এখন প্রমান
করতে হবে যে,P,CD এর মধ্যবিন্দু নয় ।
অঙ্কনঃ O,P যুক্ত করা হল।
প্রমানঃ যেহেতু P,AB এর মধ্যবিন্দু এবং OP কেন্দ্র
সংযোজক রেখাংশ,তাই OP⊥AB হবে।
আবার,AB এবং CD পরস্পরকে P বিন্দুতে ছেদ
করেছে,তাই একই বিন্দুতে OP একসঙ্গে AB ও CD
উভয়ের ওপরেই লম্ব হতে পারে না।
∵কোন জ্যা এর মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র সংযোজক
রেখাংশ জ্যা এর ওপর লম্ব।
সুতরাং,P,CD এর মধ্যবিন্দু হতে পারে না ।
কিন্তু যদি AB ও CD উভয়েই ব্যাস হত,তবে
সংজ্ঞানুসারে তা পরস্পরকে সমদ্বিখন্ডিত করতো ।