সূর্যের উন্নতি কোণ যখন 30° তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি।


মনে করি,AB স্তম্ভ এবং গোড়া B বিন্দু থেকে BC ছায়া। BC=9 মিটার এবং সূর্যের উন্নতি কোণ ∠BCA=30°

∴ত্রিভূজ ABC থেকে ∠BCA এর পরিপ্রেক্ষিতে পাই
tan∠BCA=tan30°=লম্ব/ভূমি \(=\frac{AB}{BC}=\frac{AB}{9}\)
বা,tan30°\(=\frac{AB}{9}\)
বা, \(\frac{1}{√3}=\frac{AB}{9}\)
বা,AB=\(\frac{9}{√3}\)
বা,AB=\(\frac{9√3}{3}=3√3\)

∴স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার ।

Similar Questions