একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনোন্যক এর অন্তর \(\cfrac{9}{20}\) ; সমীকরণটি লিখি ।
ধরি, প্রকৃত ভগ্নাংশটি \(x\)
\(\therefore\) প্রশ্নানুসারে, \(\cfrac{1}{x}-x=\cfrac{9}{20}\)
বা, \(\cfrac{1-x^2}{x}=\cfrac{9}{20}\)
বা, \(20-20x^2=9x\)
বা, \(20-9x-20x^2=0\)
বা, \(20x^2+9x-20=0\) (Answer)