1. অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ____________ অংশীদারি কারবার বলে।
2. অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ____________ অংশীদারি কারবার বলে।
3. একটি অংশীদারি কারবারে A, B, C মূলধন নিয়োজিত করে \(\frac{2}{3}:\frac{4}{5}:\frac{3}{4}\) অনুপাতে। যদি মোট লাভ হয় 26600 টাকা, তবে B এর লভ্যাংশ কত?
4. অংশীদারি কারবার দুই প্রকার।
5. অন্য কোনাে শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ______ অংশীদারি কারবার বলে।
6. অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন অংশীদার হওয়া দরকার।
7. এক অংশীদারি কারবারে A লাভের \(\cfrac{2}{3}\) অংশ পান, B ও C অবশিষ্ট লভ্যাংশ সমান ভাগে ভাগ করেন । লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি হলে A এর আয় 8000 টাকা বৃদ্ধি পায় । C এর মূলধন কত ?
8. একটি অংশীদারি কারবারে \(A, B\) ও \(C\) এর মূলধনের অনুপাত \(\cfrac{1}{6}:\cfrac{1}{5}:\cfrac{1}{4}\) বছরের শেষে \(3700\) টাকা লাভ হলে, \(B\) কত টাকা লভ্যাংশ পাবে?
9. অংশীদাররা নিজের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায়ে নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে।
10. অংশীদারি কারবারে লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে।
11. একটি অংশীদারি কারবারে A, B ও C-এর মূলধনের অনুপাত 3:8:5 এবং A-এর লাভ C-এর লাভের থেকে 6,000 টাকা কম হলে, কারবারে মােট লাভ কত?
12. একটি অংশীদারি কারবারে ক ও খ-এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর ক 4275 টাকা লভ্যাংশ পেলে মােট লাভ-
(a) 7500 টাকা (b) 5300 টাকা (c) 8500 টাকা (d) 6300 টাকা
13. একটি অংশীদারি কারবারে রুমার মূলধনের দ্বিগুণ ঝুমার মূলধনের 3 গুণের সমান। আবার, ঝুমার মূলধন, সীমার মূলধনের চারগুণ। বার্ষিক লাভ 1,48,500 টাকা হলে, ঝুমার লভ্যাংশ হবে—
(a) 50,000 টাকা (b) 64,000 টাকা (c) 54,000 টাকা (d) 70,000 টাকা
14. অন্য কোন শর্ত উল্লেখ না থাকলে কোন অংশীদারি কারবারে মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত _____
15. অংশীদারি কারবার কমপক্ষে 3 জনের ক্ষেত্রে প্রযােজ্য।
16. একটি অংশীদারি কারবারে A ও B এর মূলধনের অনুপাত 2:3 এবং B ও C-এর মূলধনের অনুপাত 4:5; A ও C এর লভ্যাংশের অন্তর 210 টাকা হলে, Bএর লভ্যাংশ নির্ণয় করো ।
17. একটি অংশীদারি কারবারে B এর মূলধন A এর মূলধনের \(1\frac{1}{2}\) গুণ। ৪ মাস পর B তার মূলধনের অর্ধেক এবং আরও 2 মাস পর A তার মূলধনের \(\frac{1}{4}\) অংশ তুলে নেয়। ওই বছরে 6360 টাকা লাভ হলে A কত টাকা পাবে?
18. অন্য কোনাে শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়ােজিত করলে তাকে মিশ্র অংশীদারী কারবার বলে।
19. দুজনের একটি অংশীদারি কারবারে মোট লাভ হয় 1400 টাকা। A এর মূলধন 6000 টাকা এবং লাভ 600 টাকা হলে, B এর মূলধন কত?
20. পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে (i) কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, (ii) হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হলে, তা থেকে কে, কত টাকা পাবে হিসাব করে লিখি।
21. অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত \(a:b:c\) এবং নিয়োজিত সময়ের অনুপাত \(x:y:z\) হলে তাদের লাভের অনুপাত হবে \(ax:by:cz\) । Madhyamik 2024
22. একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5 । ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল ? Madhyamik 2024
23. একটি অংশীদারি কারবারে তিন বন্ধুর মূলধনের অনুপাত \(\cfrac{1}{4}:\cfrac{1}{3}:\cfrac{1}{2}\)। এক বছর পরে মোট লাভ 3,900 টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত?
24. একটি অংশীদারি কারবারে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 4,500, 6,000 ও 9,000 টাকা। নির্দিষ্ট সময় পরে তাদের লভ্যাংশের পরিমাণ হবে -----