5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে, পঞ্চমটি নির্ণয় করি ।


ধরি, তৃতীয় সংখ্যাটি \(x\) চতুর্থটি \(y\) এবং পঞ্চমটি \(z\)
\(\therefore \cfrac{2}{6}=\cfrac{6}{x}\)
বা, \(x=\cfrac{\cancel{6}3\times 6}{\cancel{2}}\)
বা, \(x=18\)

আবার \(\cfrac{6}{18}=\cfrac{18}{y}\)
বা, \(y=\cfrac{\cancel{18}3\times 18}{\cancel{6}}\)
বা, \(y=54\)

এখন \(\cfrac{18}{54}=\cfrac{54}{z}\)
বা, \(z=\cfrac{\cancel{54}3\times 54}{\cancel{18}}\)
বা, \(z=162\)

\(\therefore\) পঞ্চম সংখ্যাটি \(162\)

Similar Questions