একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র O হলে, যে-কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান _____________ ।
একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র O হলে, যে-কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান 120° ।
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60\(^o\) এবং তা বৃত্তের পরিধিস্থ কোণ ।
\(\therefore\) সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের দ্বিগুণ = 120°