স্কুলে সটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি. হলে, বলটিতে কত ঘন সেমি. লোহা আছে হিসাব করে লিখি ।
বলটির ব্যাসার্ধ \((r)=\cfrac{7}{2}\) সেমি
বলটিতে লোহার পরিমান=বলটির আয়তন
\(=\cfrac{4}{3} πr^3\) ঘন সেমি
\(=\cfrac{4}{3}×\cfrac{22}{7}×\left(\cfrac{7}{2}\right)^3\) ঘন সেমি
\(=\cfrac{4}{3}×\cfrac{22}{7}×\cfrac{7}{2}×\cfrac{7}{2}×\cfrac{7}{2}\) ঘন সেমি
\(=\cfrac{539}{3}\) ঘন সেমি \(=179\cfrac{2}{3}\) ঘন সেমি
∴বলটিতে \( 179 \cfrac{2}{3}\) ঘনসেমি লোহা আছে ।