\(x^2+ax+3=0\) সমীকরণের একটি বীজ 1 হলে, \(a\) এর মান নির্ণয় করি |


\(x^2+ax+3=0\) সমীকরণের একটি বীজ \(1\) হলে সমীকরণটি \(x=1\) দ্বারা সিদ্ধ হবে ।
\(∴ (1)^2+a.1+3=0\)
বা, \(a+4=0\)
বা, \(a=-4\)

\(∴ x^2+ax+3=0\) সমীকরণের একটি বীজ \(1\) হলে, \(a\) এর মান \(-4\) হবে ।

Similar Questions