একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তসমদ্বিখণ্ডক ও বহির্সমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, PQ বৃত্তের একটি ব্যাস।
ধরি ∆ABC এর \(\angle\)BAC এর অন্তর্দ্বিখন্ডক এবং
বর্হিদ্বিখন্ডক ত্রিভূজটির পরিবৃত্তকে P এবং Q বিন্দুতে
ছেদ করে।
প্রমান করতে হবে যে PQ বৃত্তের ব্যাস।
প্রমানঃ যেহেতু AP ও AQ একই কোণ \(\angle\)BAC এর
অন্তর্দ্বিখন্ডক এবং বর্হিদ্বিখন্ডক;
সুতরাং,\(\angle\)PAQ=1সমকোণ
সুতরাং \(\angle\)PAQ অর্ধবৃত্তস্থ কোণ।
∴PQ বৃত্তের ব্যাস (প্রমানিত)।