2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি ।


\(2005\) সালের \(1 \)জানুযারি থেকে \(27\) মে পর্যন্ত মোট
সময় \((t)=(31+28+31+30+26)\)দিন
\(=146\) দিন \(=\cfrac{146}{365}\) বছর \(=\cfrac{2}{5}\) বছর
আসল \((p)=2000\) টাকা
সুদের হার \( (r)=6\%\)

∴মোট সুদের পরিমান \((I)=\cfrac{prt}{100}\) টাকা
\(=\cfrac{2000×6×\cfrac{2}{5}}{100}\) টাকা \(=\cfrac{2000×6×2}{100×5}\) টাকা
\(=48\) টাকা

\(∴2005\) সালের \(1\) জানুয়ারি থেকে \(27\) মে পর্যন্ত বার্ষিক \(6\%\) সরল সুদের হারে \(2000\) টাকার সুদ হবে \(48\) টাকা ।

Similar Questions