একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা \(x\), তলগুলির সংখ্যা \(y\) হলে, \('a'\) এর সর্বনিম্ন মান কতো হলে \((x + y+a)\) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। Madhyamik 2025
Loading content...

আয়তঘনের ধার সংখ্যা \(=x=12\)
তল সংখ্যা \(=y=6 \)

\(\therefore x+y=12+6=18\)
\(18\) এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা \(25\)

\(\therefore x+y+a=25\)
বা, \(18+a=25\)
বা, \(a=25-18=7\)

\(\therefore a \) এর সর্বনিম্ন মান \(7\) হলে \((x + y+a)\) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions