বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।


আসল\((p)=6000\) টাকা,
প্রথম বছরের সুদের হার\((r_1)=7\%\)
এবং দ্বিতীয় বছরের সুদের হার \((r_2)=8\%\)
সময়\((n)=2\) বছর

\(\therefore\) 2 বছরের সবৃদ্ধিমূল
\(=6000(1+\cfrac{7}{100})(1+\cfrac{8}{100})\) টাকা
\(=6000\times \cfrac{107}{100}\times \cfrac{108}{100}\) টাকা
\(=6933.60\) টাকা

\(\therefore 2\) বছরের চক্রবৃদ্ধি সুদ \((6933.60-6000)\) টাকা \(=933.60\) টাকা হবে ।

Similar Questions