একই সমতলে দুইটি স্তম্ভের উচ্চতা \(h_1\), ও \(h_2\), একক। \(h_1\) একক উচ্চতাবিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে \(h_2\) উচ্চতার স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60° এবং \(h_2\) উচ্চতার স্তম্ভের গোড়া থেকে \(h_1\) এর চূড়ার উন্নতি কোণ 45°। প্রমাণ করো : \(h_1 ^2 = 3h_2 ^2\)
দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে AB=\(h_1\) মিটার ও PQ=\(h_2\) মিটার। দ্বিতীয় স্তম্ভের গােড়া Q থেকে প্রথমটির চূড়া Aএর উন্নতি কোণ \(\angle\)AQB=60° এবং প্রথমটির গােড়া B থেকে দ্বিতীয়টির চুড়া P এর উন্নতি কোণ \(\angle\)PBQ=45°
\(\triangle\)ABQ থেকে পাই,
\(\tan 60^o=\cfrac{AB}{BQ}\)
বা, \(\sqrt3=\cfrac{h_1}{BQ}\)
বা, \(BQ=\cfrac{h_1}{\sqrt3}-----(i)\)
আবার, \(\triangle\)PQB থেকে পাই,
\(\tan 45^o=\cfrac{PQ}{BQ}\)
বা, \(1=\cfrac{h_2}{BQ}\)
বা, \(BQ=h_2-----(ii)\)
\((i)\) ও \((ii)\) নং সমীকরন থেকে পাই,
\(\cfrac{h_1}{\sqrt3}=h_2\)
বা, \(h_1=\sqrt3h_2\)
বা, \(h_1^2=3h_2^2\)(প্রমাণিত)