একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30°। স্তম্ভটি আর কত উঁচু করলে ঐ বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45° হবে?
Madhyamik 2023
ধরি,AB একটি অসম্পূর্ণ স্তম্ভ,এবং তার ভূমি থেকে BC=50 মিটার দূরের কোনো এক স্থান,C বিন্দু থেকে দেখলে স্তম্ভটির শীর্ষবিন্দু A এর উন্নতি কোণ ∠ACB=30° এবং ধরি স্তম্ভটির উচ্চতা D পর্যন্ত বাড়ানো হল । এখন ∠DCB=45° হয় ।
এখন সমকোণী ত্রিভূজ ABC থেকে পাই
\(tan30°=\cfrac{AB}{BC}\)
বা, \(\cfrac{1}{\sqrt3}= \cfrac{AB}{BC}\)
বা, \(AB=\cfrac{BC}{\sqrt3}=\cfrac{50}{\sqrt3}=28.868\) মিটার
আবার সমকোণী ত্রিভূজ DBC থেকে পাই
\(tan45°=\cfrac{DB}{BC}\)
বা, \(1=\cfrac{DB}{50}\)
বা, \(DB=50\) মিটার
\(∴AD=DB-AB=(50-28.868)\)মিটার
\(=21.132\) মিটার
∴স্তম্ভটি আর \(21.132\) মিটার (প্রায়) বাড়াতে হবে।