8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি ।
নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ \((r)=8\) সেমি
∴ নিরেট গোলকটির আয়তন \(= \cfrac{4}{3} πr^3\) ঘনসেমি
\(=\cfrac{4}{3} π(8)^3\) ঘনসেমি
1 সেমি ব্যাসার্ধের নিরেট গুলির প্রত্যেকটির আয়তন
\(=\cfrac{4}{3} π(1)^3\) ঘনসেমি \(=\cfrac{4}{3} π\) ঘনসেমি
∴ গোলকটিকে গলিয়ে তৈরি করা নিরেট গুলির সংখ্যা
হবে \( \cfrac{\cfrac{4}{3} π(8)^3}{\cfrac{4}{3} π}\) টি \(=(8)^3\) টি \(=512\) টি (Answer)