দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত (a) \(1:\sqrt2\) (b) \(1:2\) (c) \(\sqrt2 : 1\) (d) \(2:1\)

Answer: C
ধরি,উচ্চতা যথাক্রমে \(h\) একক এবং \(2h\) একক এবং ব্যাসার্ধ যথাক্রমে \(r_1\) এবং \(r_2\)
শর্তানুযায়ী, \(πr_1^2 h=πr_2^2×2h\)
বা,\(\cfrac{r_1^2}{r_2^2 }=\cfrac{2h}{h}\)
বা, \(\cfrac{r_1}{r_2} =\sqrt{\cfrac{2}{1}}=\cfrac{\sqrt{2}}{1}\)
∴ \(r_1:r_2=√2:1\)

Similar Questions