একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি । গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি ।
অর্ধগোলাকৃতি গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ \((r)
=\cfrac{42}{2}\) ডেসেমি \(=21\) ডেসেমি \(=2.1\) মিটার
∴গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল
\(=2πr^2\) বর্গমিটার
\(=2×\cfrac{22}{7}×(2.1)^2\) বর্গমিটার
\(=\cfrac{2×22×21×21}{7×10×10}\) বর্গমিটার
\(=27.72\) বর্গমিটার
\(∴35\) টাকা প্রতি বর্গমিটার হিসাবে রঙ করতে
খরচ পড়বে \(=27.72×35\) টাকা \(=970.20\) টাকা (Answer)