1. বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি ।
2. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
3. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে হিসাব করে লিখি।
4. দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যাবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি ।
5. উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।
6. বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুন হবে হিসাব করে লিখি ।
7. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\cfrac{ 1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি ।
8. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
9. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
10. শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12100 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
11. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 300000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399300 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
12. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, তা | হিসাব করে লিখি।
13. অমলবাবু তাঁর 13 বছর ও 15 বছরের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করে যান যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরলসুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ টাকার পরিমাণ কি হবে?
14. একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি ।
15. একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোষ্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোষ্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি ।
16. আসলামচাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
17. বিমলকাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে-আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং | মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
18. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
19. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
20. যদি 60000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
21. 6% বার্ষিক সরল সুদের হারে \(x\) টাকার সুদ কত বছরে \(\cfrac{9x}{25}\) টাকা হবে তা নির্ণয় করো।
(a) 6 বছর (b) 8 বছর (c) 10 বছর (d) 12 বছর
22. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
23. একজন কৃষক গ্রামের পোষ্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন । 4 বছর পর জানতে পারলেন তাঁর টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার \(\frac{6}{25}\) অংশ সুদ হিসাবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পােস্ট অফিস বার্ষিক কী হারে সরল সুদ দিয়েছে? Madhyamik 2014
24. বিমলবাবু তাঁর 13 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ের জন্য 5,600 টাকা ব্যাঙ্কে 10% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন।
25. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
26. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
27. বিমলবাবু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদের হার এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করাে।
28. বিমলকাকু তার 13 ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে ভাগ করে ব্যাঙ্কে রাখলেন যে তাদের বয়স যখন 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল এর পরিমাণ সমান হবে। তিনি কার নামে কত টাকা জমা রেখেছিলেন।
29. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\)অংশ হবে।
30. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে তাহা নির্ণয় করো। Madhyamik 2023
31. বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
32. যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি ।
33. রেখাদিদি তার সঞ্চিত অর্থের 10000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%; 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি।
34. রথীনবাবু তাঁর দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 120000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি ।
35. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\frac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করি ।
36. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের\(\frac{2}{5}\) অংশ হবে তা নির্ণয় করি।
37. ফতিমাবিবি একটি মাসিক সঞ্জয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন হিসাব করি।
38. আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত পাব হিসাব করে লিখি।
39. 5000টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি।
40. গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবান তা হিসাব করে লিখি।
41. কোনো নির্দিষ্ট পরিমান মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমান ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
42. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে, তা নির্ণয় করি ।
43. কোনাে মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে, ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
44. দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন। দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ-খরচা বাদ দিয়ে মোট 30400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি।
45. 5000 টাকা বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে বৃদ্ধি পেয়ে 7400 টাকা হবে
(a) 3 বছরে (b) 4 বছরে (c) 5 বছরে (d) 6 বছরে
46. বার্ষিক শকতরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধিমূলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
(a) \(6\frac{1}{3}\%\) (b) \(6\%\) (c) \(6\frac{2}{3}\%\) (d) \(2\frac{1}{6}\%\)
47. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
48. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তত 80 টাকা হবে ? Madhyamik 2017 , 2010
49. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো । Madhyamik 2019
50. A বার্ষিক 6% হার সরল সুদে B এর কাছ থেকে 960 টাকা ধার নিলো এই শর্তে যে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4 টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে । প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের \(\cfrac{1}{4}\) অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে আবশিষ্ট আসল ও মোট সুদ দেবে । চতুর্থ বছরের শেষে A কত টাকা দেবে ? Madhyamik 2005
51. রাজু, অজয়কে 2 বছরের জন্য 400 টাকা এবং মনোজকে 4 বছরের জন্য 100 টাকা ধার দিল এবং দুজনের কাছ থেকে সমষ্টিগত ভাবে মোট সুদ হিসাবে 60 টাকা পেল । বার্ষিক সরল সুদের হার কত ?
52. বিমলকাকু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
53. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
54. নির্দিষ্ট পরিমাণ টাকার, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে -- বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ সমান হবে।
55. কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
56. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
57. জয়ন্তবাবু একটি মাসিক প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দেন। বার্ষিক সরল সুদের হার 5% হলে বছরের শেষে জয়ন্তবাবু সুদে-আসলে কত টাকা পাবেন?
58. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
59. বার্ষিক সরল সুদের হার কত হলে 140 টাকার 5 বছরের সুদ 63 টাকা হবে?
(a) 9% (b) 10% (c) 6% (d) 5%
60. কোনো টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ 850 টাকা হলে, ওই একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 1684 টাকা (b) 984 টাকা (c) 884 টাকা (d) কোনােটিই নয়
61. বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে।
62. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথমদিন 1000 টাকা করে জমা করে। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 5% হলে, 6 মাস শেষে সুদে-আসলে কত হবে।
63. জয়ন্তবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1500 টাকা করে জমা করেন। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 4% হলে বছরের শেষে তিনি সুদসহ কত টাকা পাবেন?
64. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 10 টাকা হবে তা নির্ণয় করাে।
65. বার্ষিক ৪% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে ?
66. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরে সমূলচক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে নির্ণয় করাে।
67. বার্ষিক শতকরা 12% সরলসুদের হারে কত টাকার মাসিক সুদ 100 টাকা হবে।
68. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
69. 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে ? Madhyamik 2022
70. 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি ।
71. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি ।
72. কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
73. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করি।
74. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে | বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে-আসলে কত টাকা পাবে হিসাব করি।
75. রমেনবাবু মােট 370000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 40%, 5% এবং 6%; 1 বছর পর তার তিনটি ব্যাংকে মােট সুদের পরিমাণ সমান হয় । | তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
76. ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন । চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে, ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি ।
77. বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসাব করে লিখি ।
78. কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
79. 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি ।
80. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
81. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60500 টাকা হবে, তা নির্ণয় করি ।
82. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি ।
83. বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুন হলে, কত বছরে 4 গুন হবে তা লিখি ।
84. গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5,00,000 টাকা পেলেন । ঐ টাকার কিছুটা ব্যাঙ্ক ও বাকিটা পোষ্ট অফিসে জমা রাখেন । প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2% । তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো । Madhyamik 2024
85. বার্ষিক 5% হার সুদে 300 টাকার কত বছরের সুদ 120 টাকা হবে?
(a) 4 (b) 8 (c) 12 (d) 12\(\dfrac{1}{2}\)
86. কত টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 1 দিনের সুদ 1 টাকা হবে?
(a) 7300 টাকা (b) 1825 টাকা (c) 3650 টাকা (d) 10950 টাকা
87. বার্ষিক 5% সরল সুদের হারে 6000 টাকার সুদ 1500 টাকা হতে কত বছর লাগবে?
(a) 3 বছর (b) 30 বছর (c) 5 বছর (d) 15 বছর
88. বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকা 5 বছরে সুদে-আসলে 360 টাকা হবে?
(a) 300 টাকা (b) 320 টাকা (c) 280 টাকা (d) 340 টাকা
89. কোনো আসলের বার্ষিক সরল সুদের পরিমান তার \(\cfrac{1}{9} \) অংশ হলে 4 বছরে কত টাকার সবৃদ্ধিমূল 1326 টাকা হবে?
(a) 1080 টাকা (b) 1120 টাকা (c) 918 টাকা (d) 750 টাকা
90. বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা 4 বছরে সুদেমূলে 14000 টাকা হবে?
(a) 12500 টাকা (b) 12000 টাকা (c) 12600 টাকা (d) 10000 টাকা
91. বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা সুদে আসলে \(\cfrac{7}{5}\) গুন হবে ?
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর
92. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে ?
(a) 4 বছর (b) \(4\cfrac{1}{6}\) বছর (c) 6 বছর (d) \(6\cfrac{1}{4}\) বছর
93. বার্ষিক শতকরা কত হার সুদে 325 টাকার 4 বছরে সুদ 52 টাকা হবে ?
(a) 3% (b) 4% (c) 5% (d) 6%
94. বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে, কত বছরে 4 গুণ হবে।
95. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়।
96. রেখাদিদি অবসর নেবার সময় 100000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে রেখে প্রতিবছর সুদ বাবদ 5400 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন?
97. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
98. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরের সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ _____ টাকা হবে । Madhyamik 2018
99. আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে । যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2018
100. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019
101. যদি 6 মাস অন্তর সুদ, আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1\(\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2019
102. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদে আসলে হলো \(\left(2p+\cfrac{prt}{100}\right)\) টাকা । Madhyamik 2020
103. এক ব্যক্তি কিছু পরিমাণ অর্থ বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার করে পরের বছরের শেষে 3,150 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 4,410 টাকা দিয়ে সেই ধার শােধ করলেন। তিনি কত টাকা ধার করেছিলেন? Madhyamik 2016
104. একজন লােক বছরে 7% সরল সুদে, 4,000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক এক বছর পরে বছরে ৪% সরল সুদে 4,000 টাকার দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ঐ দুই ঋণের সুদ সমান হবে? Madhyamik 2015
105. বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ঋণ দিলেন। বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। বিমলবাবু মােট কত টাকা ঋণ দিয়েছিলেন? Madhyamik 2013
106. এক ব্যক্তি তাঁর 12 এবং 14 বছরের দুই ছেলের জন্য 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরলসুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন? Madhyamik 2012
107. এক ব্যক্তি 28,000 টাকা তাঁর 13 বছরের ছেলে ও 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে, 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের উপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে-আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমান নির্ণয় করো । Madhyamik 2008
108. এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তাঁর সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ? Madhyamik 2007
109. এক ব্যক্তি বছরে 6% সরল সুদে 500 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক দুই বছর পরে, বছরে 4% সরল সুদে 900 টাকার দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ঐ দুটি ঋণের সুদ সমান হবে এবং ঋণ দুটির মােট সুদ তখন কত হবে? Madhyamik 2004
110. এক ভদ্রলোক তাঁহার সঞ্চয়ের একটি অংশ ব্যাঙ্কে এবং বাকী অংশ পোষ্ট অফিসে সরল সুদে জমা রাখেন । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% এবং 8% এবং তাহার মোট সঞ্চয়ের পরিমান 57000 টাকা । যদি তিনি সব টাকা ব্যাঙ্কে রাখিতেন, তা হলে তিনি আরো 500 টাকা বেশি পেতেন । পোষ্ট অফিস ও ব্যাঙ্কে তার জমা টাকার পরিমান কত ছিল ? Madhyamik 2002
111. একজন চাষী প্রতিমাসের প্রথম দিনে পোস্ট-অফিসে 100 টাকা করে জমা দেন । পোস্ট-অফিসের বার্ষিক সুদের হার 5% হলে বৎসরান্তে তার সুদে-মূলে কত টাকা প্রাপ্য হবে ? Madhyamik 1979
112. বার্ষিক কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে ? Madhyamik 1980
113. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
114. বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদের কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 315.25 টাকা হবে?
115. রমেনবাবু মােট 3.70,000 টাকা তিনটি ব্যাঙ্কে জমা রাখেন। তিনটি ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%, 1 বছর পর তাঁর তিনটি ব্যাঙ্কে মােট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন?
116. বার্ষিক 4% হারে কত টাকা 5 বছরে সুদেমূলে 3600 টাকা হবে?
117. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
118. প্রকাশবাবু বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 48000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করে । যদি প্রতি বছর সুদ বাবদ আয় থেকে 20% আয়কর কেটে নেয়, তবে বছরের শেষে সে মোট কত টাকা পাবে ?
119. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে এক ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে ব্যক্তিটি সুদে-আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো।
120. 400 টাকার 5 বছরের সুদ এবং 600 টাকার 4 বছরের সুদ একত্রে 132 টাকা। সুদের হার উভয় ক্ষেত্রে একই হলে,সুদের হার নির্ণয় করাে।
(a) 3% (b) 5% (c) 7% (d) 9%
121. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 324 টাকার সুদ 16 টাকা হবে?
(a) \(2\cfrac{2}{9}\) (b) \(2\cfrac{1}{9}\) (c) \(2\cfrac{4}{9}\) (d) \(2\cfrac{5}{9}\)
122. বার্ষিক 13% হার চক্রবৃদ্ধি সুদে 200 টাকার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে?
123. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা \(n\) বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে নির্ণয় করো।
124. কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
125. সুবীরবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন 6,00,000 টাকা পেলেন। ঐ টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাঙ্কে আমানত করতে চান, যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 5% হয় তবে তিনি কোথায় কত টাকা রাখবেন নির্ণয় করো।
126. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
127. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করাে।
128. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
129. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ______।
130. 10% বার্ষিক সুদের হারে 100 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে –
(a) 10:11 (b) 11:10 (c) 20:21 (d) 21:20
131. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11664 টাকা হবে তা নির্ণয় করাে
132. কোনাে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক 5% হারে 8 বছরের সুদ, বার্ষিক 7% হারে 4 বছরের সুদের থেকে 246 টাকা। বেশি হলে আসলের পরিমাণ কত?
(a) 5020 টাকা (b) 2000 টাকা (c) 2050 টাকা (d) 2005 টাকা
133. কত টাকা বার্ষিক 4% সরল সুদের হারে 6 বছরে 930 টাকা হবে ?
(a) 890 টাকা (b) 750 টাকা (c) 690 টাকা (d) 520 টাকা
134. বার্ষিক 18% সরল সুদের হারে কোনাে আসল কত বছরে 6 গুণ হবে ?
(a) 25 বছরে (b) 30 বছরে (c) 31.78 বছরে (d) 27.78 বছরে
135. বার্ষিক সুদের হার 5% এবং সুদ 4 মাস অন্তর দেয় হলে, 4800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
(a) 254 টাকা (b) 244.02 টাকা (c) 444.02 টাকা (d) 344 টাকা
136. 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 87.50 টাকা হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 10% (b) 25% (c) 20% (d) 15%
137. সুদীপবাবু 7800 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 5%, 4%, 10% ও 12% হলে, 4 বছর পর 7800 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 10,493.68 টাকা (b) 10,000 টাকা (c) 14,936 টাকা (d) কোনােটিই নয়
138. বার্ষিক 8% সুদের হারে 1950 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 18 টাকা (b) 12.48 টাকা (c) 48.12 টাকা (d) 24 টাকা
139. বার্ষিক 20% সুদের হারে কত টাকার 3 বছরের সুদ ও সরলসুদের পার্থক্য 1024 টাকা ?
(a) 2800 টাকা (b) 1100 টাকা (c) 8000 টাকা (d) 3000 টাকা
140. 700 টাকার 3 বছরের সরল সুদ 210 টাকা হলে বার্ষিক সুদের হার কত ?
141. কোনাে মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে তা নির্ণয় করাে।
142. অনিলবাবু তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি?
143. কোনাে ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি ৪,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে ব্যাঙ্ক থেকে কত টাকা পাবেন?
144. রেখাদিদি তাঁর সঞ্চিত অর্থের 50000 টাকা বাঙ্কে ভাগ করে একই সঞ্চয় জমা করলেন। একটি ব্যাঙ্কের সরল সুদের হার 5% এবং অন্য ব্যাঙ্কের সরল সুদে হার 7% 2 বছর পর সুদ বাবদ মােট 6000 টাকা পেলে, কোন বাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন?
145. বার্ষিক \(5\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(80,000\) টাকার \(2\cfrac{1}{2}\%\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
146. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে?
147. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স। 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান। হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করাে।
148. ঈশান একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 1000 টাকা করে জমা দেয়। বার্ষিক সরল সুদের হার 5% হলে, 9 মাস শেষে সুদে-আসলে ঈশান কত টাকা পাবে?
149. বার্ষিক 10% হারে 200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা।
150. রােকেয়া এই শর্তে ব্যাঙ্ক থেকে লােন নেয় যে, সে প্রতি দুই বছর অন্তর বার্ষিক 10% সরল সুদের হারে সুদ এবং আসলের \(\frac{1}{5}\) অংশ পরিশােধ করবে। দুই বছর বাদে প্রথম কিস্তি বাবদ যদি 10,000 টাকা শােধ করে থাকে, তাহলে সে কত টাকা ধার করেছিল তা নির্ণয় করাে।
151. এক ব্যাক্তি বার্ষিক 12% সরলসুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে একটি বাড়ি তৈরি করেন। টাকা ধার নেওয়ার 1 বছর পর প্রতি মাসে 5200 টাকায় বাড়ি ভাড়া দেন। ঋণ নেওয়ার কত বছর পর বাড়ির ভাড়ার টাকা জমিয়ে সুদে আসলে সমস্ত ঋণ শােধ করবেন?
152. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 625 টাকার সমূল চক্রবৃদ্ধি 784 টাকা হবে?
153. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে।
154. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃত্তি হার সুদে 16000 টাকার 1\(\frac{1}{2}\) বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ-আসল নির্ণয় করো।
155. 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ______ । Madhyamik 2023
156. বার্ষিক 8\(\frac{1}{3}\)% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি ।
157. কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে-আসলে কত টাকা পাবেন নির্ণয় করি।
158. রহমতচাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 240000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়িভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি।
159. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদ-আসল \((2p+\)___\()\) টাকা ।
160. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি ।
161. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে, মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।
162. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি ।
163. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ-আসল নির্ণয় করি ।
164. কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহন করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল । বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে, তা হিসাব করে লিখি ।
165. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
166. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমান ________।
167. শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1\(\frac{1}{2}\) গুণ টাকা দিয়ে থাকলে, কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি।
168. 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় কর । Madhyamik 2024