বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি ।


আসল \((p)=600\) টাকা
সুদের হার \((r)=8%\)
সুদের পরিমান \((I)=168\) টাকা

∴সময় \((t)=\cfrac{100×I}{pr}\) বছর
\(=\cfrac{100×168}{600×8}\) বছর\(=\cfrac{7}{2}\) বছর\(=3 \cfrac{1}{2}\) বছর

∴বার্ষিক\( 8\%\) হার সরল সুদে \(3 \cfrac{1}{2}\) বছরে \(600\) টাকার সুদ \(168\) টাকা হবে ।

Similar Questions