দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি । একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল । ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত । - বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি ।

চিন্তা ছাড়ুন সুখে থাকুন

Exclusive
চিন্তা ছাড়ুন সুখে থাকুন
Amazon Best Buy

ধরি, ট্রেনটি ঘন্টায় \(x\) কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল।
\(\therefore\) 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে \(\cfrac{300}{x}\) ঘন্টা
ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে তখন ট্রেনটির সমবেগ হত ঘন্টায় \((x+5)\) কিমি।
তখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগত \(\cfrac{300}{x+5}\) ঘন্টা
\(\therefore\) প্রশ্নানুসারে, \(\cfrac{300}{x}-\cfrac{300}{x+5} =2\)
বা, \(\cfrac{300(x+5)-300x}{x(x+5)} =2\)
বা, \(\cfrac{300x+1500-300x}{x(x+5)} =2\)
বা, \(\cfrac{1500}{x(x+5)} =2\)
বা, \(2x(x+5) =1500\)
বা, \(x(x+5) =750\)
বা, \(x^2+5x-750=0\)

\(\therefore\) নির্ণেয় দ্বিঘাত সমীকরনটি হল \(x^2+5x-750=0\)

Similar Questions