ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB = AC এবং বর্ধিত BC-এর উপর E যে-কোনো একটি বিন্দু। ∆ABC-এর পরিবৃত্ত AE-কে D বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে, ∠ACD = ∠AEC।
ধরি,∆ABC এর AB=AC এবং বর্ধিত BC এর ওপর
E একটি বিন্দু। ∆ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে
ছেদ করেছে।
প্রমান করতে হবে যে,\(\angle\)ACD=\(\angle\)AEC
অঙ্কনঃ C,D যুক্ত করা হল।
প্রমানঃ বৃত্তস্থ চতুর্ভূজ ABCD এর
\(\angle\)ABC+\(\angle\)ADC=2 সমকোণ (বিপরীত কোণ)
আবার AE সরলরেখার ওপর D বিন্দুতে CD দন্ডায়মান।
∴\(\angle\)CDE+\(\angle\)ADC=2 সমকোণ
অর্থাৎ,\(\angle\)ABC+\(\angle\)ADC= \(\angle\)CDE+\(\angle\)ADC
বা, \(\angle\)ABC=\(\angle\)CDE---(i)
আবার ∆ABC এর AB=AC,
অর্থাৎ \(\angle\)ABC=\(\angle\)ACB---(ii)
∆CDE এর EC বাহু B পর্যন্ত বর্ধিত
∴\(\angle\)DCB=\(\angle\)CDE+\(\angle\)DEC
বা, \(\angle\)ACD+\(\angle\)ACB= \(\angle\)CDE+\(\angle\)DEC
বা,\(\angle\)ACD+\(\angle\)ACB= \(\angle\)ABC+\(\angle\)DEC
[(i)নং সমীকরনের মান বসিয়ে ]
বা, \(\angle\)ACD+\(\angle\)ACB= \(\angle\)ACB+\(\angle\)DEC
[(ii)নং সমীকরনের মান বসিয়ে ]
বা, \(\angle\)ACD=\(\angle\)DEC
∴∠ACD=∠AEC (প্রমানিত)