ঝড়ে একটি টেলিগ্রাফপোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30° কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি।
ধরি,AB টেলিগ্রাফ পোষ্ট O বিন্দুতে
মচকে তার অগ্রভাগ A বিন্দু গোড়া
B থেকে BC=8√3 মিটার দূরে
C বিন্দুতে মাটি স্পর্শ করেছে ।
এবং তা অনুভূমিক রেখার সঙ্গে
∠BCO=30° কোণ উৎপন্ন
করেছে ।
∴ ত্রিভূজ OBC থেকে ∠BCO এর পরিপ্রেক্ষিতে পাই
tan∠BCO=tan30°=লম্ব/ভূমি \(=\frac{OB}{BC}=\frac{OB}{8√3}\)
বা,tan30°\(=\frac{OB}{8√3}\)
বা, \(\frac{1}{√3}=\frac{OB}{8√3}\)
বা,OB \(=\frac{8√3}{√3}\)
বা,OB=8
এবং cos30°=ভূমি/অতিভূজ \(=\frac{BC}{OC}=\frac{8√3}{OC}\)
বা,cos30°\(=\frac{8√3}{OC}\)
বা, \(\frac{√3}{2}=\frac{8√3}{OC}\)
বা,OC \(=\frac{8√3×2}{√3}=16\)
∴AB=AO+OB=OC+OB=(16+8)
=24
∴পোষ্টটি মাটি থেকে BO=8 মিটার উচ্চতায়
মচকেছিল এবং পোষ্টটির উচ্চতা AB=24 মিটার ।