তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে A, B বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে C, D বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে \(\angle\)AQC = \(\angle\)BQD
ধরি,M এবং N কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে P এবং
Q বিন্দুতে ছেদ করেছে। P বিন্দুতে দুটি সরলরেখা M
কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে A,B এবং N কেন্দ্রীয় বৃত্তকে
C,D বিন্দুতে ছেদ করেছে।
প্রমান করতে হবে যে,
\(\angle\)AQC=\(\angle\)BQD
প্রমানঃ∵Mকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে,
\(\angle\)PAQ=\(\angle\)PBQ
[∵একই বৃত্তাংশের ওপর অবস্থিত]
আবার N কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে,\(\angle\)PCQ=\(\angle\)PDQ
[∵একই বৃত্তাংশের ওপর অবস্থিত]
∴\(\angle\)PAQ+\(\angle\)PCQ=\(\angle\)PBQ+\(\angle\)PDQ--(i)
∆ACQ এর ক্ষেত্রে,
\(\angle\)AQC=180°-(\(\angle\)PAQ+\(\angle\)PCQ)
=180°-(\(\angle\)PBQ+\(\angle\)PDQ)
[(i)নং সমীকরনের মান বসিয়ে]
=\(\angle\)BQD (প্রমানিত)