রজত একটি সরলরেখাংশ PQ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু R এবং সে PR ও PQ-কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি P বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে PS = ST
ধরি,PQ সরলরেখার মধ্যবিন্দু R এবং PR এবং PQ
কে ব্যাস ধরে দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। P বিন্দুগামী
একটি সরলরেখা প্রথম বৃত্তকে S এবং দ্বিতীয় বৃত্তকে
T বিন্দুতে ছেদ করেছে।
প্রমান করতে হবে যে,PS=ST
অঙ্কনঃ S,R এবং T,Q যুক্ত করা হল।
প্রমানঃ যেহেতু PR একটি বৃত্তের ব্যাস,তাই \(\angle\)PSR
ঐ বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ।
∴\(\angle\)PSR=90°
আবার,যেহেতু PQ অপর বৃত্তটির ব্যাস,তাই \(\angle\)PTQ
ঐ বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ।
∴\(\angle\)PTQ=90°
∵\(\angle\)PS=90° এবং \(\angle\)PTQ=90°
∴RS∥QT
∆PQT এর PQ এর মধ্যবিন্দু R এবং R বিন্দু দিয়ে
অঙ্কিত দ্বিতীয় বাহু QT এর সমান্তরাল সরলরেখা
তৃতীয় বাহু PT কে S বিন্দুতে ছেদ করে।
∴S,PT এর মধ্যবিন্দু।
∴PS=ST (প্রমানিত)