Δ ABC -এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে । যদি AP = 4 সেমি, QC = 9 সেমি এবং PB = AQ হয়, তাহলে PB -এর দৈর্ঘ্য নির্ণয় করো ।
Madhyamik 2018
AP = 4 সেমি, QC = 9 সেমি এবং PB = AQ
এক্ষেত্রে, \(\cfrac{AP}{PB}=\cfrac{AQ}{QC}\)
বা, \(\cfrac{4}{PB}=\cfrac{PB}{9}\)
বা, \(PB^2=36\)
বা, \(PB=6\)
\(\therefore \) PB এর দৈর্ঘ্য 6 সেমি ।