একটি বৃত্তের AB ও CD জ্যা দুটি পরস্পর লম্ব। AB ও CD জ্যা দুটির ছেদবিন্দু P থেকে AD-এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি BC-কে E বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করি যে, E, BC-এর মধ্যবিন্দু।
AB এবং CD জ্যা দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ
করেছে। P বিন্দু দিয়ে AD এর ওপর লম্ব PF;FP
কে বর্ধিত করলে তা BC কে E বিন্দুতে ছেদ করে।
প্রমান করতে হবে যে,E,BC এর মধ্যবিন্দু।
প্রমানঃ ∆FPD এর PF⊥FD
সুতরাং,\(\angle\)FPD=90°-\(\angle\)FDP
আবার,∆APD এর AP⊥PD
সুতরাং,\(\angle\)PAD=90°-\(\angle\)ADP
∴\(\angle\)FPD=\(\angle\)PAD---(i)
অনুরূপভাবে,\(\angle\)APF=\(\angle\)FDP---(ii)
AC বৃত্তাংশের ওপর অবস্থিত দুটি কোণ
\(\angle\)ADC=\(\angle\)ABC
এবং DB বৃত্তাংশের ওপর অবস্থিত দুটি কোণ
\(\angle\)DAB=\(\angle\)BCD
∆CPE এর
\(\angle\)PCE=\(\angle\)PAD [একই বৃত্তাংশের কোণ]
\(\angle\)CPE=বিপ্রতীপ \(\angle\)FPD=\(\angle\)PAD
[(i)নং সমীকরন থেকে]
∴\(\angle\)PCE=\(\angle\)CPE
সুতরাং,CE=PE---(iii)
∆PEB এর
\(\angle\)EBP=\(\angle\)ADC [একই বৃত্তাংশের কোণ]
\(\angle\)BPE=বিপ্রতীপ \(\angle\)APF=\(\angle\)FDP
[(ii)নং সমীকরন থেকে]
∴ \(\angle\)EBP=\(\angle\)BPE
সুতরাং,BE=PE---(iv)
(iii)এবং (iv)নং সমীকরন থেকে পাই,
CE=BE
∴E,BC এর মধ্যবিন্দু (প্রমানিত)।