\(x^2:yz\) এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত \(xy:z^2\) হবে হিসাব করে লিখি ।


ধরি,অনুপাতটি হবে \(=p:q\)

\(∴x^2×p:yz×q=xy:z^2\)
বা, \(\cfrac{px^2}{qyz}=\cfrac{xy}{z^2} \)
বা, \(\cfrac{p}{q}=\cfrac{xy×yz}{z^2×x^2} \)
বা, \(\cfrac{p}{q}=\cfrac{y^2}{zx} \)
বা, \(p:q=y^2:zx\)

\(∴x^2:yz\) এবং \(y^2:zx\) অনুপাতের মিশ্র অনুপাত \(xy:z^2\) হবে ।

Similar Questions