লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। তবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
ধরি, তাঁবুর ভূমির ব্যাসার্ধ \(r\) মিটার ।
এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল = \(\pi rl=77\)
বা, \(\cfrac{22}{\cancel7}\times r \times \cancel7=77\)
বা, \(r=\cfrac{77}{22}=\cfrac{7}{2}\)
\(\therefore\) ভূমির ক্ষেত্রফল =\(\pi \left(\cfrac{7}{2}\right)^2\) বর্গমিটার
\(=\cfrac{22}{7}\times\cfrac{49}{4}\) বর্গমিটার
\(=\cfrac{77}{2}\) বর্গমিটার
\(=38.5\) বর্গমিটার
\(\therefore\) তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল \(38.5\) বর্গমিটার ।