একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি ।


\(5000\) টাকা ব্যাংক থেকে ধার নিলে সেক্ষেত্রে
আসল \((p)=5000\) টাকা
সময় \((t)=1 \)বছর
সুদের হার \((r)=7.4%\)

∴সেক্ষেত্রে মোট সুদের পরিমান \((I)=\cfrac{ptr}{100}\) টাকা \(=\cfrac{5000×1×7.4}{100}\) টাকা \(=370\) টাকা

আবার \(5000\) টাকা সমবায় সমিতি থেকে কৃষিঋণ নিলে সেক্ষেত্রে
আসল \((p)=5000\) টাকা
সময় \((t)=1\) বছর
সুদের হার \((r)=4%\)

∴সেক্ষেত্রে মোট সুদের পরিমান \((I)=\cfrac{ptr}{100}\) টাকা \(=\cfrac{5000×1×4}{100}\) টাকা \(=200\) টাকা

∴ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে কৃষিঋণ নিলে বছরে তার সুদ বাবদ টাকা বাঁচবে \((370-200)\) টাকা \(=170\) টাকা

Similar Questions