প্রমাণ করো কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব । Madhyamik 2018 , 2013 , 2023


প্রদত্ত : O কেন্দ্রীয় বৃত্তের P বিন্দুতে AB স্পর্শক এবং OP, P বিন্দুগামী ব্যাসার্ধ।
প্রমান করতে হবে : OP ও AB স্পর্শক পরস্পর লম্ব। অর্থাৎ, OP⊥AB

অঙ্কন : AB স্পর্শকের উপর অপর যে-কোনো একটি বিন্দু Q নেওয়া হল । O,Q বিন্দুদ্বয় যোগ করা হল।

প্রমান : স্পর্শক AB এর উপর স্পর্শবিন্দু P ছাড়া অন্য যে-কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত।
সুতরাং, OQ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে ।
মনে করি, ছেদবিন্দু R.
∴ OR < OQ [∵ R বিন্দু O,Q এর মর্ধবর্তী]
আবার, OP < OQ
∵ Q বিন্দু AB স্পর্শকের উপর যে-কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র O থেকে AB স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় OP তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব ।
সুতরাং, OP⊥AB (প্রমাণিত)

Similar Questions